সংগঠক খোরশেদ আলমের ইন্তেকাল

0
228

পিভিউ ডেস্ক :   বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক, চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সমন্বয়ক মো. খোরশেদ আলম (৩৭) ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোররাত ৪টার দিকে বুকে ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জোহরের নামাজের পর তার জানাজা নগরের ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের চর চাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

সংগঠক খোরশেদ আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী,  জেলা শিল্পকলা একাডেমির কার্যকরী পরিষদ সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ভাগ্যধন বড়ুয়া প্রমুখ।

খোরশেদ আলম বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here