মস্কোর কমুনারকা হাসপাতাল পরিদর্শনে এসে গত সপ্তাহের মঙ্গলবার পুতিন এ চিকিৎসকের সঙ্গে কথা বলার পাশাপাশি হাতও মিলিয়েছিলেন।
সেসময় তারা কেউও সুরক্ষা সরঞ্জাম পরিহিত ছিলেন না বলে টেলিভিশন ফুটেজে দেখা গেছে।
মঙ্গলবার ফেইসবুকে এক পোস্টে প্রোৎসেঙ্কো বলেন, “হ্যাঁ, পরীক্ষায় আমার দেহে করোনাভাইরাস ধরা পড়েছে, কিন্তু আমি বেশ ভালো বোধ করছি। কার্যালয়েই আমি নিজেকে আলাদা করে রেখেছি। মনে হয়, চলতি মাসে আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার যে উল্লম্ফন ঘটেছে, তাতেই এই ভালো বোধ হচ্ছে।”