পিভিউ আন্তজাতিক ডেস্ক : বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যায় বিশ্বের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।
মঙ্গলবার সকাল নাগাদ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৪ হাজার ২৭৪ জন এবং মৃত্যুর সংখ্যা ৩০৪০ জন।
সিএনএন হেলথের তথ্যানুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রে অন্তত ৫০২ জনের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি।