করোনা মোকাবেলায় শতভাগ প্রস্তুতি চট্টগ্রামের

0
222

 পিভিউ ডেস্ক :   করোনা ভাইরাস সংক্রমণ ও বিস্তার প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের ব্যবস্থাপনার বিষয়ে শতভাগ প্রস্ততি রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

রোববার (২৯ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইন্সের কনফারেন্স হলে করোনা ভাইরাস সংক্রমণ ও বিস্তার প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের ব্যবস্থাপনার বিষয়ে সমন্বয় সভায় এ প্রস্তুতির কথা জানায় করোনা মোকাবেলায় কাজ করা সরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধিরা।

সভায় করোনা মোকাবেলায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হলে করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধ করা সম্ভব বলে মনে করেন সভায় অংশগ্রহণকারীরা।

সভায় করোনা মোকাবেলায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে সন্দেহজনক রোগীকে করোনা পরীক্ষা, করোনা আক্রান্ত হলে রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা নিশ্চিত করা, করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা, সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি, কেউ করোনা আক্রান্ত হলে সেই রোগীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়াসহ আরও বেশ কিছু সিদ্ধান্ত।

এসব সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে কাজ করা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য বিভাগসহ অন্যান্য দফতরের সঙ্গে সমন্বয় করার কথাও জানানো হয় সভায়।

সভায় করোনা মোকাবেলায় স্থানীয় কাউন্সিলরসহ জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার প্রস্তাব দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here