পিভিউ ডেস্ক : পৃথিবীজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সম্প্রতি বিদেশ থেকে আসা লোকজনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার কথা বলছে সরকার।
রোববার (২৯ মার্চ) জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন নিজেই প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা লোকজনের খবর নেন। দুপুর ১২টা থেকে খুলশীর বিভিন্ন এলাকায় কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের বাসায় যান তিনি।