পদ্মাসেতুর ২৭তম স্প্যান স্থাপন, ৪০৫০ মিটার দৃশ্যমান

0
223

পিভিউ ডেস্ক :   পদ্মাসেতুর ২৭তম স্প্যান বসানো হয়েছে। এতে করে সেতুটির ৪ হাজার ৫০ মিটার দৃশ্যমান হয়েছে।
আজ শনিবার সকালা ৯টা ২০ মিনিটে ‘৫সি’ নম্বর স্প্যানটি ২৭ ও ২৮ নম্বর খুঁটির উপর বসিয়ে দেয়া হয়। এর মধ্য দিয়ে পদ্মা সেতু আরেক ধাপ এগিয়ে গেল।
করোনা ভাইরাসের কারণে যখন সারা বিশ^ যখন লক ডাউন-স্থমিত। তখন পদ্মা সেতুতে ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসিয়ে দেয়া হয় খুঁটির ওপর। আর এর আগে পাঁচ নম্বর মডিউলের ‘সি’ স্প্যানটি শুক্রবার সকাল ৯টার দিকে মাওয়ার ইয়ার্ড থেকে নিয়ে রওনা হয়।
৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ভাসমান ক্রেন সাড়ে ১০টার দিকে স্প্যান নিয়ে ২৮ নম্বর খুঁটির কাছে এ্যাংকর করে। শুক্রবার স্প্যানটি ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’ পিলার দুটির কাছে নিয়ে যাওয়া হয়।
পদ্মা সেতুর উপ সহকারী প্রকৌশলী মো. মুরাদ কাদের বলেন,দেশী-বিদেশী প্রকৌশলীদের সহায়তায় সকাল ৮টা থেকে কাজ শুরু করে। নোঙর ক্রেনটি পজিশনিং করে ইঞ্চি ইঞ্চি মেপে স্প্যানটিকে তোলা হয় পিলারের উচ্চতায়। তারপর দুই পিলারের বেয়ারিংয়ের ওপর স্প্যানটিকে রাখা হয়। খুঁটিনাটি বিষয়গুলো আগে থেকেই বিশেষজ্ঞ প্যানেল দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছিল। এভাবেই স্প্যানটি বসিয়ে দেয়ার পর পদ্মা সেতু আরও ১৫০মিটার বিস্তৃত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here