পিভিউ ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রবাস ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। যারা এ নির্দেশনা মেনে হোম কোয়ারেন্টিনে থাকছেন তাদের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে পাঠানো হচ্ছে উপহার।
উপহার সামগ্রী পৌঁছে দিয়ে এসব প্রবাসীদের হোম কোয়ারেন্টিন মেনে চলার পরামর্শ দেন পুলিশ সদস্যরা। তারা বিভিন্ন দেশ থেকে আগত অন্য প্রবাসীদের বিষয়ে তাদের কাছ থেকে খোঁজ নেন এবং হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে তাদের সহযোগিতা কামনা করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, সম্প্রতি বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের জন্য কমিশনার স্যারের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। খুলশী ১ নম্বর রোড, কুসুমবাগসহ কয়েকটি এলাকায় প্রবাসীদের বাসায় গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেন পুলিশ সদস্যরা।