লোহাগাড়ায় ট্রাক চাপায় নিহত ১০

0
250

 পিভিউ ডেস্ক :  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাকের ধাক্কায় চার চাকার মিউজিক গাড়ির ১০ যাত্রী নিহত হয়েছে।

শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত আরও সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাকের ধাক্কায় চার চাকার মিউজিক গাড়ির ১০ যাত্রী নিহত হয়েছে।

গুরুতর আহত আরও সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পাওয়া দু’জন হলেন বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকার জসিম উদ্দিন ও বেলাল হোসেন নামের দুই ভাই। অন্যান্য নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here