করোনা রোধে ১০ দেশ থেকে বাংলাদেশে ফ্লাইট আসা নিষিদ্ধ

0
246

পিভিউ ডেস্ক :   কোভিড-১৯ ভাইরাস মহামারী ছড়িয়ে পড়া রোধে বাংলাদেশ আজ মধ্যরাত থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত ১০টি দেশ থেকে ফ্লাইট আগমন নিষিদ্ধ করেছে।
বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএবি) আজ জারি করা এক নোটামে (নোটিশ টু এয়ারম্যান) জানিয়েছে, ২১ মার্চ মধ্যরাত থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সিএএবি মুখপাত্র আজ গণমাধ্যমকে এ কথা জানান।
নোটামে বলা হয়, ‘বাংলাদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ইউএই, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত থেকে ছেড়ে আসা নির্ধারিত কোন আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বাংলাদেশের কোন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করতে পারবে না।’
এরআগে এই দশটি দেশ করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশীদের তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে।
সরকারি সূত্র জানায়, এই দশটি দেশ বাদে যুক্তরাষ্ট্র, ব্যাংকক, চীন এবং হংকং থেকে ফ্লাইট পরিচালনা উন্মুক্ত থাকবে।
এছাড়া যুক্তরাষ্ট্র বাদে ইউরোপ থেকে বাংলাদেশমুখী সকল পর্যটকদের ৩১ মার্চ পর্যন্ত এ দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here