চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে ১০২ জন

0
225

পিভিউ ডেস্ক :   বিদেশ ফেরত নতুন আরও ১১ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এ নিয়ে গত কয়েকদিনে মোট ১০২ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি  বলেন, গত চব্বিশ ঘণ্টায় আরও ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। প্রশাসন করোনা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। কেউ যাতে বিষয়টি নিয়ে গুজব ছড়াতে না পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ রয়েছে।

এর আগে বুধবার (১৮ মার্চ) করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন কমিটির সদস্যদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনা নিয়ে চট্টগ্রামের প্রস্তুতি এবং করণীয় সম্পর্কে আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here