পিভিউ ডেস্ক : দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ঢাকার বাইরে কয়েকটি স্থানে নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।
আগামী এক সপ্তাহের মধ্যে কয়েকটি গবেষণাগারে এ পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
কভিড-১৯ রোগী শনাক্তে বর্তমানে শুধু ঢাকায় আইইডিসিআরে অসুস্থ ব্যক্তিদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। ঢাকার বাইরে কারও পরীক্ষার প্রয়োজন হলে নমুনা পাঠানো হচ্ছে আইইডিসিআরে।
বুধবার সংবাদ সম্মেলেন আইইডিসিআর পরিচালক বলেন, রোগটি পরীক্ষার জন্য তারা বিকল্প ব্যবস্থা করছেন।
“আমাদের রোগীর সংখ্যা এখন আস্তে আস্তে বাড়ছে। অ্যাপোডেমিক্যালি এটা প্রত্যাশিত যে কিছু রোগী বাড়বে। সেই দিক থেকে এই রোগের পরীক্ষাটি আমরা আইইডিসিআরে আর কতদিন রাখব এবং ব্যাকআপ হিসেবে কোন কোন ল্যাবে যাবে, সেটা ঠিক করা ছিল।
“এরপরও আমরা পরিকল্পনাটি আরও আপডেট করছি। আগামী এক সপ্তাহের মধ্যে কিছু কিছু ল্যাবে আমরা পরীক্ষার ব্যবস্থা করব।”
কিন্তু নমুনা পরীক্ষার ব্যবস্থাটা আইইডিসিআরের সার্বিক তত্ত্বাবধানেই হবে বলে জানিয়েছেন অধ্যাপক ফ্লোরা।