মুজিববর্ষ: বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন সিএমপির

0
223

পিভিউ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে দামপাড়া পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর ম্যুরালে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা শ্রদ্ধা জানান।

পরে কেক কেটে ও বেলুন উড়িয়ে মুজিববর্ষ উদযাপন করা হয়। সিএমপি কমিশনারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতি সশস্ত্র সালাম প্রদান করা হয়।

এছাড়াও জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠান শেষে জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শ্যামল কুমার নাথসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here