‘মেয়র হলে চট্টগ্রামকে শিক্ষা-গবেষণায় এগিয়ে নিয়ে যাবো’

0
224

পিভিউ ডেস্ক :   সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামকে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

রোববার (১৫ মার্চ) সকালে ১৭ নম্বর প‌শ্চিম বাক‌লিয়া ওয়া‌র্ডে গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।

ডা. শাহাদাত হোসেন বলেন, মেয়র নির্বাচিত হলে আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলবো। শিক্ষায় অগ্রগতির পাশাপাশি গবেষণায়ও মনোযোগ দেবো। সবার সঙ্গে আলোচনা করে পরিকল্পিত নগরে পরিণত করবো।

তিনি বলেন, নির্ভয়ে ভোটাররা কেন্দ্রে আসুন। আপনার ভোট আপনি দেবেন। ভোট দেওয়া নাগরিক অধিকার। গণতন্ত্রকে মুক্ত করতে আপনাকে রায় দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here