করোনার কারণে নির্বাচন পেছানোর সম্ভাবনা নেই: সিইসি

0
238

পিভিউ ডেস্ক :   চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন পেছানোর সম্ভাবনা নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে, করোনার কারণে নির্বাচন পিছিয়ে দিতে হবে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, এ পর্যন্ত যে পরিস্থিতি আছে তাতে করে জাতীয় পর্যায়ে কোনো দুর্যোগপূর্ণ অবস্থার সৃষ্টি হয়নি এবং নির্বাচন বন্ধ করার কোনো পরিস্থিতি আসেনি। যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সেটা পরে দেখা যাবে।

প্রিজাইডিং অফিসারদের হাতে ভোট রাখার কোনো ক্ষমতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রিজাইডিং অফিসারের কাছে এক শতাংশও ভোট রাখা হয়নি। ঢাকা সিটি নির্বাচনে এক শতাংশ রাখা হয়েছিল, যারা শারীরিকভাবে অক্ষম তাদের সাহায্য-সহযোগীতা করার জন্য। যা ব্যালটে ভোট প্রদানের সময়ও ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here