পিভিউ ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ। প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
রোববার দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিসিসি নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মো. হাসানুজ্জামানের কাছে মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন সোলায়মান আলম শেঠ।
মো. হাসানুজ্জামান মিডিয়াকে বলেন, সোলায়মান আলম শেঠের প্রত্যাহারপত্র গৃহীত হয়েছে।
পরে এ বিষয়ে জানতে চাইলে সোলায়মান আলম শেঠ মিডিয়াকে বলেন, “এটা দলের সিদ্ধান্ত, প্লাস আমারও কিছু ব্যক্তিগত সমস্যা আছে, তাই প্রত্যাহার করেছি।”
কোনো মেয়র প্রার্থীর সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি আগামীকাল ঢাকায় যাব, তারপর এ বিষয়ে বলতে পারব।”
গত ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র গ্রহণের দিন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ বলেছিলেন তিনি জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী।