শৃঙ্খলা ভঙ্গ করলে ব্যবস্থা, বিদ্রোহী প্রার্থীদের মেয়র নাছির

0
213

পিভিউ ডেস্ক :   নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে বললেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, যারা সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে শৃঙ্খলা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (০৭ মার্চ) সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চত্বরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে শুধু একটি স্বাধীন পতাকা ও স্বনির্ভরতা নয়, ছিলো জাতীয় মুক্তির নির্দেশনা। এই নির্দেশনায় মানুষের ৫টি মৌলিক অধিকার-অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা খুঁজে পাওয়া যায়। এসব পালন ও ধারণ করতে পারলে জাতিকে মুক্তির ঠিকানায় পৌঁছে দিতে পারবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here