ভারত, নেপাল ও ভুটান চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায়

0
224

পিভিউ ডেস্ক :   বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চট্টগ্রাম আন্তর্জাতিক গেটওয়ে। অর্থনীতির লাইফ লাইন চট্টগ্রাম। উত্তর-পূর্ব ভারত চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায়। নেপাল, ভুটানও চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায়। চট্টগ্রামকে তাই বিশ্বমানের শহর হিসবে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) নগরের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বারের ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পাকিস্তান আমলে দেখার মতো ব্যবসার ধারে কাছে ছিলো না বাঙালিরা। বাংলাদেশ হয়েছে বলে আমরা ব্যবসায়ী হয়েছি। বিন্দু থেকে বাংলাদেশ নামের বৃত্ত সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধু। দেশটা জন্ম দিয়ে তা তৈরি করতে দিলো না বঙ্গবন্ধুকে।

‘সোনার বাংলাদেশ করতে দেবে না বলেই তাকে হত্যা করা হলো। জয় বাংলা কিভাবে বাংলাদেশ জিন্দাবাদ হয়ে গেলো, বাংলাদেশ বেতার রেডিও বাংলাদেশ হয়ে গেলো।’

তিনি বলেন, আজকের বিজনেস পলিটিক্স হচ্ছে গ্লোবাল পলিটিক্স। সারা পৃথিবীতে তৈরি পোশাক খাতের ১০টি গ্রিন কারখানার মধ্যে ৭টি বাংলাদেশে। পৃথিবীর ১ নম্বর সোয়েটার ফ্যাক্টরি বাংলাদেশে। এটি আমাদের জন্য গর্বের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here