চট্টগ্রাম বিমানবন্দরে চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

0
233

পিভিউ ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে চোরাচালান চক্রের ৯ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৮টার দিকে বিমানবন্দরের বাইরে চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয় বলে  জানান র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার মাহমুদুল হাসান মামুন।

চোরাচালান চক্রের সদস্যরা হলো- ফটিকছড়ির উত্তর রোসাংগীরি এলাকার নুরুল আলমের ছেলে মো. রশিদুল করিম (২২), হাটহাজারী গড়দুয়ারা এলাকার শাহ আলমের ছেলে মো. হারুন (৩৫), ফেনীর ছাগলনাইয়া এলাকার বেলায়েত হোসেনের ছেলে মো. সাজ্জাদ মহেশ (২৭), মমতাজুল হকের ছেলে মো. আলী হোসেন (৪২), আবদুল মতিনের ছেলে মো. আবদুল আজিম (২৭), আবুল খায়েরের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫), দেলোয়ার হোসেনের ছেলে সাহাবুদ্দীন (২৮), ফুলগাজী এলাকার সৈয়দ মেজবাহ উদ্দিনের ছেলে সৈয়দ নাজিম উদ্দীন (৩৫) ও আবদুর রাজ্জাকের ছেলে আবুল কালাম (৪২)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here