পিভিউ রিপোর্ট : ২৮ ফেব্রুয়ারী ২০২০ শুক্রবার ত্রিতরঙ্গ নাসিরাবাদ মিলনাতনে বসেছিল এপার বাংলা-ওপার বাংলার কবি, শিল্পী, সাহিত্যিকদের ফাল্গুনী গান কবিতার আসর। “মৈত্রী বন্ধন” শিরোনামে বন্দর নগরী চট্টগ্রামের নন্দিত সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব কবি শাওন পান্থ। কথামালায় অংশ নেন এপার বাংলা থেকে বিশিষ্ট সাংবাদিক ওসমান গনি মনসুর, মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপিকা ফাতেমা জেবুননেসা, কবি কমরে আলম, শিল্পী আকতার হোসেন কিরণ, প্রকৌশলী কাইজার রহমান, কবি তৌফিকুল ইসলাম, আবৃত্তিকার আলতাফ হোসেন, কবি ইসমত আরা নিলিমা, ওপার বাংলার কবি ও সাংবাদিক ডায়মন্ডহারবার প্রেস ক্লাবের সভাপতি সাকিল আহমেদ, কবি মিনতি বাসু, সঙ্গীত শিল্পী সরস্বতী পোদ্দার, কবি মায়া ব্যানার্জী, কবি নিতীকা চ্যাটার্জি, সাহিত্যিক হৈমন্তী দাশগুপ্তা এবং নাট্যকার, গীতিকার ও অভিনেত্রী কস্তুরী সিনহা।
কবি ও সাংবাদিক সাকিল আহমেদ বলেন আন্তরিকতা ও আতিথেয়তায় বাংলাদেশ সব সময়ই এগিয়ে। ত্রিতরঙ্গের আয়োজনের ভুয়সী প্রসংশা করে তিনি বলেন এ ধরনের আয়োজন দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরো সুদৃঢ করবে।
ওসমান গণি মনসুর বলেন আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের অভিন্ন হৃদয়। কাঁটাতার আমাদের মধ্যে কোন বিভেদ তৈরী করতে পারবে না।
অনুষ্ঠানের সভাপতি কবি শাওন পান্থ ভারতীয় সাংস্কৃতিক দলকে অভিনন্দন জানিয়ে বলেন দেয়া-নেয়ার এই মিলন মেলার মধ্য দিয়েই আমরা সমৃদ্ধ করবো আমাদের সংস্কৃতিকে।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন দুই বাংলার শিল্পীরা, সংগীত পরিবেশন করেন ওপার বাংলার সঙ্গীত শিল্পী সরস্বতী পোদ্দার, চট্টগ্রাম বেতার ও টিভি শিল্পী আকতার হোসেন কিরণ, সুবর্না রহমান, কায়সার মোহাম্মদ ইসলাম, নাসিমা আখতার ডেইজী, মনোয়ার হোসেন, নুরুল আলম, আদিবা ওয়াদুদ, ফাতেমা ওয়াসিকা সিমন ও ত্রিতরঙ্গের শিল্পীরা।