পিভিউ আন্তজাতিক ডেস্ক : শুরুর দিকে ভালো ফল না করতে পারলেও সুপার টুইসডের ভোটে চমক দেখিয়ে ডেমোক্রেট পার্টির মনোনয়ন লড়াইয়ে শীর্ষে চলে এসেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার অনুষ্ঠিত ১৪টি অঙ্গরাজ্যের ককাস ও প্রাইমারির মধ্যে বেশিরভাগগুলোতে জিতে প্রতিনিধি সংখ্যায় তিনি বার্নি স্যান্ডার্সকে বেশ খানিকটা পেছনে ফেলতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সুপাই টুইসডের প্রাইমারিতে বাইডেন ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওকলাহোমা, আরাকানসো, আলাবামা, টেনেসি, নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়াতে তিনি স্পষ্ট ব্যবধানে জিতেছেন বলে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে।
টেক্সাস এবং মাইনেতে তিনি সামান্য এগিয়ে থাকলেও ভারমন্টের সিনেটর স্যান্ডার্সের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই চলছে।