পিভিউ ডেস্ক : চবি শাটল ট্রেনের সঙ্গে মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষে লোকোমাস্টারসহ ৩ জন আহত হয়েছে।
আহতরা হলেন-ওয়াগনের লোকোমাস্টার শেখ আবদুল্লাহ হিল বাকি এবং শাটল ট্রেনে থাকা পুলিশ সদস্য মিজান ও শরীফ।
জানা গেছে, রেললাইনের স্লিপারবাহী ওয়াগন লাইন পরিবর্তনের জন্য ষোলশহর স্টেশন থেকে কয়েকশ গজ দূরে ফরেস্ট গেইট এলাকায় আসলে একই লাইনে অপরদিক থেকে আসা শাটল ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার জাফরুল্লাহ মজুমদার মিডিয়াকে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা ট্রেনটিকে ষোলশহর স্টেশনে ঢুকতে দেওয়ার জন্য মালবাহী ট্রেনকে ৩ নম্বর লাইনে শান্টিং (পার্কিং) করতে সামনের দিকে নেওয়া হয়। শাটল ট্রেনকে আগেই সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু সিগন্যাল না মেনে ট্রেনটি সামনের দিকে চলে আসে। ফলে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা ওমর ফারুক মিডিয়াকে বলেন, শাটল ট্রেন ও ওয়াগনের মধ্যে সংঘর্ষে ওয়াগনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা লাইন সংস্কারের কাজ করছে।