পিভিউ আন্তজাতিক ডেস্ক : আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার লক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শান্তি চুক্তি করার কয়েকদিনের মধ্যেই সরকারি বাহিনীগুলোর ওপর ফের হামলা শুরু করার ঘোষণা দিয়েছে তালেবান।
শনিবার কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই চুক্তি হওয়ার আগে ‘সহিংসতা হ্রাস’ সপ্তাহ পালন করেছিল জঙ্গি এই গোষ্ঠীটি। চুক্তিতে আফগানিস্তানের সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসারও প্রতিশ্রুতি দিয়েছে তারা।
কিন্তু সোমবার তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, চুক্তি অনুযায়ী আফগানিস্তান সরকার ৫ হাজার তালেবান বন্দিকে মুক্তি না দিলে তারা সরকারের সঙ্গে আলোচনায় বসবে না।