পিভিউ ডেস্ক : নাগরিকত্ব আইন নিয়ে দিল্লিতে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় বাংলাদেশে উদ্বেগের মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আবারও বলেছেন, নাগরিকপঞ্জি হালনাগাদের বিষয়টি একান্তই ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’।
সোমবার ঢাকায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে এক সেমিনারে শ্রিংলার এ মন্তব্য আসে, যিনি গতবছরও বাংলাদেশে ভারতের হাই কমিশনারের দায়িত্বে ছিলেন।
ঢাকার ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত এই সেমিনারের শিরোনাম ছিল- ‘বাংলাদেশ-ইন্ডিয়া: এ প্রমিজিং ফিউচার’।
শ্রিংলা বলেন, “নিকটতম প্রতিবেশী হিসেবে এবং অনেকগুলো অভিন্ন সাংস্কৃতিক ধারা থাকায় এটা অস্বীকার করা যায় না যে, আমাদের দুই দেশেরই কিছু ঘটনা কারণে বা অকারণে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে। যার সাম্প্রতিক উদাহরণ হলো আসামে নাগরিকপঞ্জি হালনাগাদকরণ, যে প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশনা ও তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।”