পিভিউ আন্তজাতিক ডেস্ক : কৃষ্ণাঙ্গ অধ্যুষিত সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে বিপুল ব্যবধানে জিতে ডেমোক্রেট পার্টির মনোনয়ন দৌড়ের মূল প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত প্রথম তিন অঙ্গরাজ্যের ককাস ও প্রাইমারিতে তার ভোটপ্রাপ্তির হার ছিল খুবই কম।
শনিবার সাউথ ক্যারোলাইনাতে ডেমোক্রেট ভোটারদের ৪৮ দশমিক ৪ শতাংশের সমর্থন তিনি পেয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
আগের ককাস ও প্রাইমারিগুলোতে প্রাধান্য বিস্তার করা বামঘেঁষা বার্নি স্যান্ডার্স হয়েছেন দ্বিতীয়। পেয়েছেন ১৯ দশমিক ৯ শতাংশের সমর্থন।