পিভিউ ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থীর মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ বলে ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তা।
রোববার সকাল ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থীদের উপস্থিতিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীদের মনোনয়ন বাছাই শুরু হয়।
বাছাই কাজে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি ভোটের রির্টানিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান।
বাছাইয়ে আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠসহ সাত মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এসময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল ও বিএনপির প্রার্থী শাহাদাত পাশাপাশি বসে ছিলেন।
সিসিসি ভোটের সহকারী রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, মেয়র পদে সাতজনের মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে। দু’জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছে।
দুজনেরর বাতিলের কারণ দেখিয়ে তিনি বলেন, “তাদের মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া সমর্থনকারী ভোটারদের তথ্যে গরমিল রয়েছে।”