খালেদা জিয়ার তার চিকিৎসার অনুমতি না দেয়া অস্বাভাবিকতা : আইনমন্ত্রী

0
213

পিভিউ ডেস্ক :   আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার অনুমতি না পাওয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করতে পারছেন না।
তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ হলে তার চিকিৎসার জন্য অনুমতি দেয়াটাই স্বাভাবিক, কিন্ত তিনি সেটা দিচ্ছেন না। এটাকে তার দিক থেকে অস্বাভাবিকতা মনে হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে তাঁর সরকারি আবাসিক অফিসে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
আজ সুপ্রিম কোর্টে খালেদা জিয়ার জামিনের আবেদন নাকচ করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এর আগে আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের আবেদন করা হলে, কিছু পর্যবেক্ষণ দিয়ে আপিল বিভাগ তা খারিজ করে দিয়েছিলেন। তারপরও খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্ট বিভাগে জামিনের আবেদন করেছেন। আদালত অত্যন্ত গভীরভাবে দেখার পরেই আইনি যে সিদ্ধান্তে, সেই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এখানে তার কিছু বলার নেই।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি থেকে অনেক কিছুই দাবী করা হয় যা অযৌক্তিক। সেগুলোর জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। সেগুলোর বিচার আপনারা করবেন, জনগণ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here