পিভিউ ডেস্ক : পাইকারি, খুচরা ও সঞ্চালন- তিন ক্ষেত্রেই বিদ্যুতের দাম আরেক দফা বাড়িয়েছে সরকার; এর ফলে ভোক্তাদের প্রতি মাসে গুণতে হবে বাড়তি টাকা।
দুই বছরের বেশি সময় পর বিদ্যুতের এই দাম বাড়ানোর ক্ষেত্রে এই খাতে ব্যয় বৃদ্ধিকে কারণ দেখিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
তবে এই দাম বৃদ্ধি অযৌক্তিক বলে দাবি করেছে ভোক্তা সংগঠন ক্যাব। তারা বলছে, বিদ্যুৎ খাতে ‘অযৌক্তিক’ ব্যয় না কমিয়ে সরকার জনগণের ব্যয়ভার বাড়িয়ে দিয়েছে।
রাজনৈতিক অঙ্গনেও বিরোধিতা এসেছে; বিএনপি এবং বাম দলগুলো এই দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে।
দাম বাড়াতে বিভিন্ন সংস্থার প্রস্তাব নিয়ে গণশুনানির পর নিয়ম অনুযায়ী ৯০ দিন পূর্ণ হওয়ার এক সপ্তাহ আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ ব্যবহারের নতুন হার নির্ধারণের ঘোষণা দেয় বিইআরসি।