টেস্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে বিশাল বিজয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

0
228

পিভিউ ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে তাঁর আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
টাইগাররা ঢাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে এক ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে।
আজ এক অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী জিম্বাবুয়ের বিরুদ্ধে বিশাল বিজয়ের জন্য সকল খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় দলের কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।
‘আমাদের ক্রিকেট দলের খেলোয়াড়দের টিম স্পিরিট এবং তাদের অসাধারণ নৈপুণ্যে জাতি গর্বিত।’
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ের এ ধারা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here