রাশিয়ার চট্টগ্রাম কনস্যুলেট উদ্বোধন করলেন রাষ্ট্রদূত

0
218

পিভিউ ডেস্ক :   রাশিয়ার চট্টগ্রাম কনস্যুলেটের উদ্বোধন করেছেন রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজেন্ডার আই ইগনাতভ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম ক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, রাশিয়া বাংলাদেশের অনেক বড় এবং পরীক্ষিত বন্ধু। সেই মহান মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে এ পর্যন্ত রাশিয়া বাংলাদেশের পাশে রয়েছে।

মুক্তিযুদ্ধ পরবর্তী কর্ণফুলী নদীতে পুঁতে রাখা মাইন অপসারণ কার্যক্রম পরিচালনায় রাশিয়ার সহযোগিতাকে বিশ্ব মানবতার অনন্য দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ওই সময় কর্ণফুলী নদীতে পুঁতে রাখা মাইন অপসারণ করতে গিয়ে রাশিয়ান বীর সৈনিকদের অনেককে প্রাণ দিতে হয়েছিল। তাদেরই একজন রেডকিন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামেও রাশিয়া বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার কথা বিবেচনা করছে।

রাশিয়া বেড়ানোর জন্য অনেক চমৎকার একটি জায়গা উল্লেখ করে তিনি এখানকার মানুষকে বেড়াতে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের অফিসিয়াল পাসপোর্টধারীদের রাশিয়ায় যেতে ভিসা নিতে হয় না। আমাদের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি রয়েছে। অন্যদের ভিসাও খুব সহজে পাওয়া যায়। আমাদের ঢাকা দূতাবাস খুব সহজেই বাংলাদেশের নাগরিকদের ভিসা দিয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here