পিভিউ স্পোর্ট স ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৩০ ওভারে ১ উইকেটে ৮০ রান করেছে সফরকারী জিম্বাবুয়ে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ে। অষ্টম ওভারের শেষ বলে জিম্বাবুয়ের প্রথম উইকেট তুলে নেন বাংলাদেশের পেসার আবু জায়েদ। ২৪ বলে ২ রান করেন সফরকারী দলের ওপেনার কেভিন কাসুজা।
এরপর ৭৩ রানের জুটি গড়ে মধ্যাহ্ন-বিরতিতে যান আরেক ওপেনার প্রিন্স মাসভাউরি ও তিন নম্বরে নামা অধিনায়ক ক্রেইগ আরভিন। মাসভাউরি ৯৪ বলে ৭টি চারে ৪৫ ও আরভিন ৪টি চারে ৬২ বলে ২৬ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের আবু জায়েদ ৮ রানে ১ উইকেট নিয়েছেন।
বাংলাদেশের একাদশে সুযোগ হয়নি তিন পেসার তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমান-হাসান মাহমুদের, স্পিনার মেহেদি হাসান মিরাজের ও ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরীর।