পিভিউ আন্তজাতিক ডেস্ক : জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর হানাউয়ের দুটি শিশা বারে গুলি চালিয়ে নয় জনকে হত্যা করা হয়েছে আর সন্দেহভাজন হামলাকারীকে তার নিজ ঠিকানায় মৃত অবস্থায় পাওয়া গেছে।
বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে পরপর দুই জায়গায় এই হামলার ঘটনায় আরো পাঁচজন আহত হলেও পরে আহতদের মধ্যে একজন মারা যান, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জার্মানির পশ্চিমাঞ্চলীয় পুলিশের বরাতে বৃহস্পতিবার ডয়েচে ভেলে জানিয়েছে, হানউয়ের সন্দেহভাজন গুলিবর্ষণকারীকে তার নিজ ঠিকানায় মৃত অবস্থায় পাওয়া গেছে, সেখানে তার মৃতদেহের পাশাপাশি আরেকটি মৃতদেহও পাওয়া গেছে।
বিবিসি জানিয়েছে, হামলাকারীর সঙ্গে আর কোনো সহযোগী ছিল না বলেই মনে করছে পুলিশ। তদন্ত চলার কথা জানিয়েছে তারা। হামলার উদ্দেশ্য পরিষ্কার নয়।