শোন গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি

0
244

পিভিউ ডেস্ক : ‘শোন গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি/লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি/মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা/জাগিল মধু লগনে বাড়ালো কি আশা/উতলা করেছে মোরে, আমারি ভালোবাসা…।’

বসন্তের মাতাল সমীরণে মনে প্রেম তো জাগবেই। আর এমন গান কণ্ঠে উঠবেই প্রেম পিয়াসির। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

শুধু যে প্রেমিক যুগল এদিনে একত্রিত হয়েছেন তা নয়, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও বসন্ত উৎসব আর ভালোবাসা দিবসকে ঘিরে আয়োজন করেছে বসন্ত-প্রেম বন্দনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here