পিভিউ ডেস্ক : রাঙামাটির কাপ্তাই হ্রদে দুই বোটের মুখোমুখি সংঘর্ষে শিশু-নারীসহ পাঁচ জনের নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
রাঙামাটি সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. শওকত আকবর মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে কাপ্তাই চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপো এলাকায় কর্ণফুলী নদীতে ইসকনের নৌকা ডুবে তিনজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। সেখানে উদ্ধার অভিযান চলছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।