পিভিউ ডেস্ক : নগরের লালদীঘি মাঠে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জনসভার মধ্য দিয়ে দেশের আট বিভাগে শুরু হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ‘দেশরক্ষা অভিযাত্রা’।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির নেতারা জনসভার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অশোক সাহা।
তিনি জানিয়েছেন, চট্টগ্রাম বিভাগের সাত জেলা থেকে নেতাকর্মী-সমর্থকরা জনসভায় যোগ দেবেন। সংগঠিতভাবে চার থেকে পাঁচ হাজার নেতাকর্মী জমায়েতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম নগর ও আশপাশের উপজেলা থেকে আরও কয়েক হাজার সমর্থক-সাধারণ মানুষ সভায় যোগ দেবেন।
জনসভায় সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী ও আবদুল্লাহ আল কাফি রতন বক্তব্য দেবেন। সভাপতিত্ব করবেন সিপিবি’র চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মৃণাল চৌধুরী।