পিভিউ ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ এবং নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা।
বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলা উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
জিমনেশিয়াম চত্বরে ১ লাখ ২০ হাজার ৩০০ বর্গফুট আয়তনের মধ্যে ঢাকার ১১৮টি ও চট্টগ্রামের ৪০টি প্রকাশককে ২০৫টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।