চসিকের অমর একুশে বইমেলা আজ শুরু

0
227

পিভিউ ডেস্ক :   চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ এবং নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা।

নগরের এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেশিয়াম চত্বরে ঢাকা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে নিবেদিত দ্বিতীয়বারের মতো ২০ দিনব্যাপী এ বইমেলা এখন উদ্বোধনের অপেক্ষায়।

বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলা উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

জিমনেশিয়াম চত্বরে ১ লাখ ২০ হাজার ৩০০ বর্গফুট আয়তনের মধ্যে ঢাকার ১১৮টি ও চট্টগ্রামের ৪০টি প্রকাশককে ২০৫টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here