পিভিউ ডেস্ক : দৈনিক পূর্বকোণ পত্রিকার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের নিয়ে কেক কেটেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) নাসিরাবাদ এলাকার পত্রিকা কার্যালয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়।
পত্রিকার সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরীকে এ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, চন্দনাইশের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভষ, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবু বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।
গণমানুষের মুখপত্র দৈনিক পূর্বকোণ যাত্রা শুরু করেছিল ১৯৮৬ সালের ১০ ফেব্রুয়ারি। বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য আত্মপ্রকাশের অল্পদিনের মধ্যেই পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয় পূর্বকোণ।