পিভিউ বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামার নতুন প্রযোজনা সংস্থার তৈরি চলচ্চিত্র সেরা ডকুমেন্টারির জন্য অস্কার জিতে নিয়েছে।
একযুগ আগে মন্দার সময় ওহাইয়োর গাড়ি নির্মাণশ্রমিকদের জীবনের ঘটনাপ্রবাহকে উপজীব্য করে নির্মিত ‘আমেরিকান ফ্যাক্টরি’ নামে তথ্যচিত্রটি ওবামা দম্পতির কোম্পানি থেকে মুক্তি পাওয়া প্রথম ছবি।
ইন্টারনেটে চলচ্চিত্র প্রদর্শন সেবাদাতা নেটফ্লিক্সের সহযোগিতায় ২০১৮ সালে ‘হায়ার গ্রাউন্ড প্রডাকশন্স’ নামে এই কোম্পানি গঠন করেন সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।
জুলিয়া রিকহার্ট ও স্টিভেন বগনারের পরিচালনায় তাদের প্রযোজনা সংস্থার প্রথম ছবিটিকে রোববার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২ম আসরে ডকুমেন্টারি ক্যাটেগরিতে বিজয়ী ঘোষণা করা হয়।