পিভিউ ডেস্ক : লোহাগাড়ার চুনতিতে ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ হাজার পিচ ইয়াবা।
আটককৃতরা হলেন- কক্সবাজারের ঈদগাহ ভিলিজার পাড়ার মৃত নাজির হোসেনের পুত্র শামশুল আলম (৪৫), ঈদগাহ জাগির পাড়া এলাকার সৈয়দ আহমদের স্ত্রী খালেদা বেগম (৩০) ও একই এলাকার রফিক প্রকাশ বোবা রফিকের স্ত্রী ছালেহা বেগম (৩০)।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম অভিমুখী হাইয়েস গাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় ১২হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।