মনোনয়ন পেলে নির্বাচনে জিতবো: মেয়র নাছির

0
225

পিভিউ ডেস্ক :   আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে জয়ী হবেন বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে টাইগারপাসে চসিক সম্মেলন কক্ষে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধে মহাসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ আত্মবিশ্বাসের কথা জানান।

তিনি বলেন, খেলোয়াড়ের কাজ মাঠে খেলা। মেয়র পদে দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে বিজয়ী হবো- এ আত্মবিশ্বাস আছে।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, এইচএম সোহেল, মোহাম্মদ জাবেদ প্রমুখ।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও জাহানারা ফেরদৌস।

২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন মেয়র নির্বাচিত হন। ওই বছরের ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শপথ নিয়ে ২৬ জুলাই মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন।

গত ১ জানুয়ারি চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা আগামী মার্চ মাসে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here