পিভিউ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পিকআপ আরেকটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশারাফ হোসেন জানান।
নিহতদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানালেও তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
তাশারাফ বলেন, পিকআপটি মরিচ নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। খালি ট্রাকটি ছিল সামনে।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটিকে পাশ কাটাতে গিয়ে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারান। দুটি গাড়িই তখন রাস্তা থেকে ছিটকে সড়ক বিভাজকের উপর উঠে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান।”
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তার উপর থেকে দুটি এবং পিকআপের ভেতর থেকে একটি লাশ উদ্ধার করে বলে জানান ফায়ার সার্ভিস স্টেশন অফিসার।