পিভিউ আন্তজাতিক ডেস্ক : রাজধানী বাগদাদসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক মাসের টানা সরকারবিরোধী বিক্ষোভের পর নতুন প্রধানমন্ত্রী পেয়েছে ইরাক।
শনিবার ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ সাবেক যোগাযোগমন্ত্রী মোহাম্মদ তৌফিক আলাউয়িকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
সরকারবিরোধী তুমুল গণবিক্ষোভের জেরে নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি পদত্যাগ করেছিলেন।
দেশটিতে চার মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভ ও সহিংসতা এরই মধ্যে কয়েকশ আন্দোলনকারীর প্রাণ কেড়ে নিয়েছে।
মাহদির পদত্যাগের পর প্রধানমন্ত্রী হিসেবে বেশ কয়েকজনের নাম আলোচনায় এলেও বিক্ষোভকারীরা তাদের প্রত্যাখ্যান করেছিলেন।
পার্লামেন্ট শিগগিরই নতুন একজন প্রধানমন্ত্রীর ব্যাপারে একমত না হলে প্রেসিডেন্ট নিজেই এ দায়িত্ব কাঁধে তুলে নেয়ার আল্টিমেটাম দিয়েছেন বলে গত সপ্তাহে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল।