পার্বত্য চট্রগ্রাম এলাকায় শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার আন্তরিক : স্বরাষ্ট্রমন্ত্রী

0
246

পিভিউ ডেস্ক :   স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পার্বত্য চট্রগ্রাম এলাকায় শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য এলাকায় দীর্ঘস্থায়ী শান্তি আনায়ণের লক্ষ্যে এই শান্তি চুক্তি করা হয়। এই চুক্তির পর থেকে পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠার বিশেষ উদ্যোগ ও কর্মসূচি বাস্তবায়ন করছে।
রবিবার জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য বেগম রুমিন ফারহানার এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে এই তথ্য জানান।
আসাদুজ্জামান খান আরো বলেন, পার্বত্য এলাকার আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে স্থিতিশীলতা এবং সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আইন শৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তা সমাধান করছেন। স্থানীয়ভাবে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন বিভিন্ন সময় মত বিনিময় সভার আয়োজন করে আইন শৃংখলা নিয়ন্ত্রণে নানা উদ্যোগ গ্রহণ করছে।
মন্ত্রী বলেন, এলাকায় চাঁদাবাজি বন্ধেও বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। স্থানীয়ভাবে পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যে সম্প্রীতি রক্ষায় বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। সীমান্ত এলাকার নিরাপত্তায় দেশের নিরাপত্তা বাহিনী সদা সতর্কাবস্থায় বিশেষ নজরদারিসহ সার্বক্ষণিক টহল পরিচালনা করছে। অপরাধ দমন, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং মাদক পাচার বন্ধ করার লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here