পিভিউ ডেস্ক : আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে দেশের সবচেয়ে বড় রাজস্ব সংগ্রহকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।
তিনি বলেন, কাস্টম কর্মকর্তারা নানা প্রতিকূলতার মধ্যেও দেশের সমৃদ্ধির জন্য কাজ করেন। সরকারকে অর্থ জোগান দেন। আপনাদের মেধায় কাস্টমসের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে কাস্টম হাউস বিশ্বমানের সেবা দিচ্ছে।
রাজনীতিকরা গণমানুষের কল্যাণে কাজ করেন উল্লেখ করে তিনি বলেন, এ কাজ করার জন্য অর্থ জোগান দেন আপনারা। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার জনগণ ও সরকারের প্রতিষ্ঠানের দূরত্ব কমিয়েছে। ইমার্জিং টাইগার হয়েছে বাংলাদেশ- এটি আমাদের গর্ব।
শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিলো ট্রাকে পদ্মা সেতুর রেপ্লিকা, ঢোলবাদন, বাদক দল, ব্যানার, ফেস্টুন ইত্যাদি। এ উপলক্ষে কাস্টম হাউস, গোলচত্বর, ফোয়ারা, ওভারব্রিজসহ পুরো এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে।
এবার কাস্টম দিবসের প্রতিপাদ্য বিষয় ‘কাস্টমস পোস্টারিং সাসটেইনেবিলিটি ফর পিপল, প্রসপারেটি অ্যান্ড দ্য প্ল্যানেট।’