পিভিউ আন্তজাতিক ডেস্ক : তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
শুক্রবারের এ ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অনেকগুলো ভবনও ধ্বসে পড়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শক্তিশালী এ কম্পন পার্শ্ববর্তী কয়েকটি দেশেও অনুভূত হয়। ভূমিকম্পের পর ডজনের বেশি পরাঘাত তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদেরকে আতঙ্কিত করে তোলে।
ভূমিকম্পে রাজধানী আঙ্কারার সাড়ে ৫০০ কিলোমিটার পূর্বের এলাজিগ প্রদেশেই ১৩ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রী ফারেতিন কোসা জানিয়েছেন। এলাজিগের পার্শ্ববর্তী মালাতিয়া প্রদেশে প্রাণ গেছে আরও ৫ জনের।
উদ্ধার অভিযান তদারকি করতে ফারেতিনের পাশাপাশি আরও বেশ কয়েকজন মন্ত্রীও প্রদেশ দুটিতে ছুটে যান বলে রয়টার্স জানিয়েছে।
ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ৩০ জনের খোঁজে উদ্ধার কার্যক্রম চলছে; ভূমিকম্পে ৫০০রও বেশি মানুষ আহত হয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রী সুলিমান সোইলু জানিয়েছেন।