ওয়াসার শেখ রাসেল পানি শোধনাগার উদ্বোধন রোববার

0
222

পিভিউ ডেস্ক :   মদুনাঘাটে নির্মিত শেখ রাসেল পানি শোধনাগারের উদ্বোধন হচ্ছে রোববার (২৬ জানুয়ারি)। নয় কোটি লিটার পরিশোধন ক্ষমতা সম্পন্ন এ প্রকল্পটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম ওয়াসার যৌথ অর্থায়নে প্রায় ১৮শ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৫ সালে। এর মাধ্যমে চট্টগ্রাম শহরে বিশুদ্ধ পানির সমস্যা সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ২০১৮ সালের নভেম্বরে পরীক্ষামুলক ভাবে চালু হয় এ পানি শোধনাগারটি। হালদা নদী থেকে পানি তুলে ৬টি ধাপে পানি পরিশোধন শেষে সরবরাহ লাইনে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here