পিভিউ ডেস্ক : নগরের পাঁচলাইশ থানার মির্জাপুল এলাকায় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক টিম।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ওই বস্তিতে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনাস্থল থেকে মো. রুবেল নামে একজন প্রত্যক্ষদর্শী মিডিয়াকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে তা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। এতে শতাধিক ঘরের ওই বস্তিসহ আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি করেন।