চবিতে ছাত্রলীগের অবরোধ

0
234

 পিভিউ ডেস্ক :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়গামী শাটল ও ডেমু ট্রেন।

বিষয়টি নিশ্চিত করে ষোলশহরের সহকারী স্টেশন মাস্টার তন্ময় মজুমদার মিডিয়াকে বলেন, নিরাপত্তাজনিত কারণে সকাল থেকে বিশ্ববিদ্যালয়গামী কোনো ট্রেন ছাড়া হয়নি। সকালের একটি ট্রেন ষোলশহর পর্যন্ত এসে পুনরায় বটতলী স্টেশনে ফিরে গেছে। পরিস্থিতি বিবেচনা করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

চবি প্রক্টর এস এম মনিরুল হাসান মিডিয়াকে বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বাস চলাচল করলেও শাটল ও ডেমু ট্রেন বন্ধ রয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর তিন কর্মীর ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় অনির্দিষ্টকাল অবরোধের ডাক দেয় বিজয় গ্রুপ। তবে বৃহস্পতিবার সকাল থেকে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি অবরোধকারীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here