আট দেশের ক্বারি আসছেন ক্বিরাত সম্মেলনে

0
242

পিভিউ ডেস্ক :  জর্ডান, ইরান, মিশর, তুরস্ক, মরক্কো, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশের ক্বারিদের অংশগ্রহণে শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে ২০তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন পিএইচপি ফ্যামিলি ও শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান।

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) উদ্যোগে আয়োজিত সম্মেলনের ব্যবস্থাপনায় রয়েছে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ। সহযোগিতায় রয়েছে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ।

সুফি মিজান বলেন, শুদ্ধ কোরআন তেলাওয়াতের মুগ্ধতা ছড়িয়ে দিতে এ সম্মেলন। মানুষের প্রতি ভালোবাসা শ্রেষ্ঠ এবাদত। কোরআনের শিক্ষা হৃদয়ের গভীরে ধারণ করতে হবে। প্রতিটি মানব সন্তান সীমাহীন শক্তির আধার। তাদের জনসম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশ শুধু সোনার বাংলা নয়, হীরের বাংলা হবে।

লিখিত বক্তব্য পাঠ করেন পিএইচপি ফ্যামিলির পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী রিংকু। তিনি বলেন, নগরের দামপাড়া জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় ২০তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুরু হবে। এবার বিশ্বখ্যাত ক্বারি মিশরের শাইখ আদিল আল-বায, ইরানের কারীম মানসুরী, তুরস্কের হুসাইন তুরকান, জর্ডানের সামিহ আল আসামেনাহ, মরক্কোর শাইখ আহমাদ আল খালদী, মালয়েশিয়ার ওয়ান আইনুদ্দীন হিলমী বিন আবদুল্লাহ, থাইল্যান্ডের মুয়াব মুস্তফা ও বাংলাদেশের শাইখ আহমদ বিন ইউসুফ আল- আযহারী প্রমুখ।

মুসল্লিদের জন্য মসজিদ প্লাজা, সামনের মাঠ ও মসজিদের নিচে নারীদের জন্য প্রজেক্টরের মাধ্যমে তেলাওয়াত শোনার ব্যবস্থা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here