সুদীপ্ত হত্যা মামলার আসামি গ্রেফতার

0
226

পিভিউ ডেস্ক :   টহল পুলিশকে পাথর নিক্ষেপ করে গ্রেফতার হয়েছে ছাত্রলীগের এক কর্মী। মো. জাহেদ (২৫) নামে ওই কর্মী নগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার আসামি।

শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরের খুলশী থানাধীন ইস্পাহানি মোড়ে এ ঘটনা ঘটে।

পাথরের আঘাতে এসআই আনোয়ার হোসেন, এএসআই রতন ও কনস্টেবল মো. মনির আহত হয়েছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন খুলশী থানার উপ-পরিদর্শক নুরুল আবছার।

তিনি বলেন, পুলিশের একটি টহল দল ইস্পাহানী মোড়ে গেলে জাহেদ তার অনুসারীদের নিয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে জাহেদকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here