পিভিউ ডেস্ক ; মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় স্ত্রী-শাশুড়িসহ চারজনকে খুন করে ঘাতক নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী আরও এক নারীকেও কুপিয়ে জখম করা হয়েছে।
নিহতরা হলেন-নির্মল, তার স্ত্রী জলি (২৬), শাশুড়ি লক্ষ্মী (৪৩), প্রতিবেশী বসন্ত (৩৭) ও বসন্তের মেয়ে শিউলি (৬)। নিহতরা একই এলাকার বাসিন্দা ও চা-শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মল নামে এক চা-শ্রমিক মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক কলহ চলে আসছিল। শনিবার (১৮ জানুয়ারি) মাঝরাতে মদপান করে নির্মল নিজ বাড়িতে এসে ঝগড়া শুরু করেন। পরে নির্মল ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারালো দা দিয়ে প্রথমে তার স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করেন। তাদের চিৎকার শুনে নির্মলকে ঠেকাতে প্রতিবেশী বসন্ত এগোলে তাকে ও তার মেয়ে শিউলিকে কুপিয়ে জখম করেন। একপর্যায়ে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে নির্মল নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ সময় বসন্তের স্ত্রীও আহত হয়েছেন বলে জানা যায়।